• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন হয়েছে

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনের দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ২ দিনব্যাপী
ডিজিটাল উদ্ভাবনী মেলা
উদ্বোধন হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন হয়েছে। আজ ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মাহমুদ পারভেজ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম। সরকারের এ-টু-আই কর্মসূচীর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৮১টি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, এখন অনেক সেবা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হচ্ছে। এর ফলে সেবার কাজ অনেক ত্বরান্বিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন সম্পর্কে জনগণকে অবহিতকরণের জন্য এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে বলে বক্তাগণ মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *